ব্রেকিং নিউজ রাজ্য

শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের, একধাক্কায় ভাতা বাড়ল ৭ গুণ!

শিক্ষকদের জন্য বড় ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে, একধাক্কায় ৫ থেকে ৭ গুণ বাড়তে চলেছে শিক্ষকদের ভাতা।

তবে সবাই কিন্তু সেটা পাবেন না। তাহলে কারা পাবেন? জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেরেটারি, ভেন্যু সুপারভাইজারদের জন্য প্রদেয় ভাতা এর অঙ্ক অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, দুবছর আগেই মধ্যশিক্ষা পর্ষদ ভাতা বৃদ্ধি করেছিল। এৰে ফের নতুন করে ভাতা বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি মেনে নিয়েই এবার ভাতা বৃদ্ধি করা হল।

যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ইনচার্জরা ৩০০ টাকা, সেন্টার সেক্রেটারির ৩০০ টাকা ও ভেন্যু সুপারভাইজাররা ১৫০ টাকা পেতেন। সেখানে এবার থেকে ইনচার্জ বা DI-এরা ২০০০ টাকা, ভেন্যু সুপারভাইজার ও ডিএসিদের ১৫০০ টাকা ও ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কাউন্সিল নমিনি ৬০০ টাকা পাবেন বলে জানা যাচ্ছে।

এখানেই শেষ নয়, যারা প্রশ্নপত্রের দেখাশোনা করবেন তাদের ৭০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে এখুনি সেটা কার্যকর করা হবে না। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে।