চাকুরিজীবীদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের৷ বাড়ল পিএফে সুদের হার৷ ২০২২- ২৩ আর্থিক বছরে পিএফ আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদের হার অনুমোদন করেছে কেন্দ্র৷
ইপিএফও সংস্থা জানায়, ছয় কোটিরও বেশি গ্রাহকের জন্য ২০২২-২৩ -এর অর্থবর্ষে কর্মচারীদের ভবিষ্যনিধি তহবিলে আমানতের সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। আর সোমবার জারি করা একটি নির্দেশিকা অনুসারে, সব দফতর এবং সংস্থাগুলিকে ২০২২-২৩ এর জন্য ইপিএফ-এ ৮.১৫ শতাংশ সুদ চাকুরিজীবীদের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য জানানো হয়েছে।চলতি বছরের মার্চের শুরুতে ইপিএফও কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত পিএফ সুদের হারে অর্থমন্ত্রকের সম্মতির পরই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে৷
একইসঙ্গে জানা গিয়েছে, দেশে পিএফের সব অফিসগুলিতেই এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে দ্রুত গ্রাহকদের অ্যাকাউন্টে বর্ধিত সুদের হার জমা করার প্রক্রিয়া শুরু করা হয়৷
ইপিএফের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার ১৯৫২ কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্যারা ৬০(১)-এর অধীনে এই সুদ বাড়ানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ইপিএফ স্কিমের আওতায় থাকা প্রত্যেককে এবার থেকে এই হারে সুদ দিতে হবে৷