এবার পুজোয় রাজ্যজুড়ে সারা রাত চালানো হবে বাস। তিনি জানান, এই প্রথমবার পুজোয় সারারাত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট রুটগুলিতেই এই সরকারি বাস চলবে। যা নিয়ে পুলিশের সঙ্গে কথাও হয়েছে। যে রুটগুলিতে নো এন্ট্রি থাকবে, সেগুলি এড়িয়ে বাকি রুটে রাতভর সরকারি বাস চালানো হবে।
পরিবহণমন্ত্রী জানান, পুজোর আগে কলকাতায় স্থায়ীভাবে ১০০ সরকারি বাস নামতে চলেছে। এই ১০০টি বাসের মধ্যে এসি বাসের পাশাপাশি থাকবে নন এসি বাসও। পুজোর পরে আরও ১২০টি সরকারি বাস পাবে কলকাতা। সেগুলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চলবে। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই সরকারি বাসের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্য পরিবহণ দফতর। শহরের পাশাপাশি দূরপাল্লার বাসও বাড়ানো হতে পারে বলে খবর।
অন্যদিকে, পুজোর শেষ মুহূর্তের কেনাকাটার জন্য অনেকেই শহরের অভিমুখে রওনা দেন। সেক্ষেত্রে অতিরিক্ত বাস নামানো হলে তাঁরাও উপকৃত হবেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, রাতে কেউ সল্টলেক থেকে দক্ষিণ কলকাতায় পুজো দেখতে এলে পাবে এই সরকারি বাস পরিষেবা। আবার দক্ষিণ কলকাতা থেকে রাজারহাট গেলেও এই পরিষেবা পাওয়া যাবে। হাওড়া এবং শিয়ালদহ থেকে এই পরিষেবা চালু থাকবে।