বিনোদন জগতে আরও এক তারকার প্রয়াণ। চলে গেলেন বিআর চোপড়ার মহাভারত টেলি সিরিয়ালের ‘ভীম’ প্রবীনকুমার সোবতি।সোমবার রাত ৯.৩০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ৬ফুট ৬ ইঞ্চির উচ্চতা সম্পন্ন দীর্ঘদেহীর পাঞ্জাবের এই ক্রীড়াবিদ অভিনেতা প্রথম জীবনে ছিলেন একজন অ্যাথলিট।হ্যামার ও ডিস্ক থ্রোয়ে তিনি ছিলেন পারদর্শী।
১৯৬৮ সালে মেক্সিকো এবং ১৯৭২ সালের মিউনিখ ওলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। অর্জুন পুরস্কারে ভূষিত প্রবীণ।পাশাপাশি পদক জিতেছেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসে। এশিয়াডে তিনি চারবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জেতেন। খেলাধূলায় ভারতকে সম্মানিত করার জন্য বিএসএফ-এর ডেপুটি কম্যান্ডান্ট পদে নিয়োগ করা হয় প্রবীণকে।
এরপর তিনি সিনেমা জগতে প্রবেশ। মহাভারত সিরিয়ালে অভিনয়ের আগেই তিনি তিরিশটিরও বেশি ছবিতে কাজ করেছেন। এরপরই ভিম চরিত্রের জন্য বি আর চোপড়ার মহাভারতে তাঁকে মনোনিত করা হয়।
মহাভারত টেলি সিরিয়ালে অভিনয়ের সুবাদেই তাঁর আসল নামের পরিবর্তে ভীম নামেই সকলের কাছে বেশি পরিচিত হন তিনি।পাঞ্জাবের বাসিন্দা প্রবীণ কুমার সোবতি সিরিয়ালের পাশাপাশি অনেক বলিউড ছবিতেও অভিনয় করেছেন। তাঁর অভিনিত ফিল্মগুলির মধ্যে উল্লেখযোগ্য, শাহেনশাহ, করিশমা কুদরত কা, ইযুধ, খুদগর্জ, লোহা, মহব্বত কা দুশমন, ইলাকা, আজ কা অর্জুন, আজুবা, ঘায়েল।
তবে ‘মহাভারত’-এর সুবাদে তিনি বিপুল জনপ্রিয়তা পান।সকলেই তাঁকে পঞ্চপাণ্ডবের ভীম হিসাবেই চেনেন। ২০১৩ সালে রাজনীতিতে পা রাখেন। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন। পরে আম আদমি পার্টি ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।