পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও দুটি কেন্দ্রে দ্রুত নির্বাচনের দাবি কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এখন উপনির্বাচন পর্ব মিটে গেলে ভালো বলে মনে করছে জোড়াফুল শিবির। এই অবস্থায় সাংগঠনিক বিষয়ে নজর দিয়েছে রাজ্যের শাসকদল। যে ৫টি কেন্দ্রের উপনির্বাচন হবে, তার মধ্যে ভবানীপুর অন্যতম।
ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে সাংগঠনিক বৈঠক করে তৃণমূল। দলীয় সূত্রে খবর, বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটররা। জানা গিয়েছে, বৈঠকে আলোচনায় উঠে আসে যে, সাধারণত উপনির্বাচনে ভোটদানের হার কম থাকে।
তাই মানুষ যাতে আরও বেশি করে ভোট দেন, সেই দিকটি দেখতে হবে। আবাসন এলাকার মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে হবে। দলের পুরনো কর্মীদেরকে সঙ্গে নিয়ে নামতে হবে ভোটযুদ্ধে। আর এখনই দেওয়ালে সাদা চুনকাম করে রাখার কথা উঠে এসেছে বৈঠকে। একুশের বিধানসভা নির্বাচনে যে সমস্ত মানুষ ভোট দেননি তৃণমূলকে, তাঁদের কাছে পৌঁছে দলের কথা তুলে ধরতে হবে।