বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজতন্ত্রী নেতা কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বুধবার, ২৪ জানুয়ারি জননায়ক কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ। তার আগে মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এবার কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্নে ভূষিত করবে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়ায় কর্পূরী ঠাকুরের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি যে অবদান রেখেছিলেন, তার জন্যই এই সম্মান প্রদান করা হচ্ছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “কর্পূরী ঠাকুরের জন্ম শতবর্ষের আগেই এই সম্মান প্রদান করা হচ্ছে। তিনি সব স্তরের মানুষের সমতার জন্য লড়াই করেছিলেন। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে যে ভূমিকা পালন করেছেন কর্পূরী ঠাকুর তা দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাঁর অবদান আগামীদিনে অনুপ্রেরণা জোগাবে।”