দেশ ব্রেকিং নিউজ

শুক্রবার ভারত বনধের ডাক

২৬ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ভারত বনধ। পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জিএসটি, ই–এয়ে বিল–সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সমিতি এই বনধকে সমর্থন জানিয়েছে বলে দাবি করা হয়েছে। বনধের জেরে পথে নামবে না কয়েক লাখ ট্রাক। মহারাষ্ট্র–হরিয়ানার ট্রাক মালিকরাও বনধকে সমর্থন জানিয়েছেন। ভারত বনধের জেরে যান চলাচলে প্রভাব পড়তে পারে। সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি সরব হয়েছে জিএসটি নিয়ে। সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জিএসটি ব্যবস্থা অত্যন্ত জটিল একটি কর ব্যবস্থা। এর ফলে ব্যবসায়ীরা অত্যন্ত সমস্যায় পড়ছেন। সংগঠনের দাবি, জিএসটি বিষয়ে কাউন্সিলে একাধিকবার সমস্যা সমাধানের চেষ্টা করা হলে, কাউন্সিল কোনও গুরুত্ব দেয়নি। জিএসটি কাউন্সিলের একরোখা মনোভাব বা অবজ্ঞা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। কাউন্সিল যে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে কোনও সমঝোতা বা আলোচনায় যেতে চায় না, তা তাদের আচরণ থেকে স্পষ্ট। তার জন্যই এমন একটি অপ্রীতিকর ধর্মঘটের পথ বেছে নিতে হয়েছে।
অল ইন্ডিয়া ট্রান্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি মহেন্দ্র আর্য বলেন, ‘‌প্রতীকী প্রতিবাদ হিসেবে সমস্ত পরিবহণ সংস্থাকে তাদের গাড়ি পার্ক করে রাখার অনুরোধ জানানো হয়েছে। সমস্ত ট্রান্সপোর্ট গোডাউনে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানানো হবে।’‌ তিনি আরও জানান, দেশের প্রতিটি রাজ্যের ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনগুলির পক্ষ থেকে এদিন ধর্মঘটের সম্মতি মিলেছে। ফলে আমরা সিদ্ধান্তই নিয়েছি ২৬ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার জন্য কোনও পণ্যবাহী গাড়ি চলবে না।