ব্রেকিং নিউজ রাজ্য

ভোটের আগেই উত্তপ্ত ভাঙ্গর

রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার নির্বাচন। বাংলার নয়টি কেন্দ্রে ভোট রয়েছে এই দফায়। ভোট রয়েছে স্পর্শকাতর এলাকা ভাঙড়েও। আর শেষ দফার ভোটের আগেই বৃহস্পতিবার রাত থেকে ফের উত্তপ্ত ভাঙড়। এদিন রাতে ভাঙড়ের ভোগালিতে তৃণমূল-আইএসএফের সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমাবাজিতে জখম এক শিশু-সহ ৭ জন। আহতদের মধ্যে চার জন গুরুতর আহত হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। অন্যান্যরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের ভোগালিতে তৃণমূল-আইএসএফের সংঘর্ষ শুরু হয়। সময় যত পেরোতে থাকে, ততই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এরপর সংঘর্ষ চলাকালীনই ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমাবাজিতে জখম হয় এক শিশু-সহ ৭ জন। তৃণমূলের অভিযোগ, রাতে তাদের কর্মীদের লক্ষ্য করে অতর্কিতে বোমা মেরেছে আইএসএফ। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে পাল্টা বোমাবাজির অভিযোগ তুলেছে আইএসএফ।