জেলা

ভাগীরথীর গ্রাসে পূর্বস্থলীর গ্রাম

নাগাড়ে বৃষ্টির ফলে ফুঁসছে ভাগীরথী। শুরু হয়েছে ভাঙন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙ্গা ও কিশোরীগঞ্জ এলাকায় ভাঙন বড় আকার নিয়েছে। জালুইডাঙার যে অংশে ভাঙন শুরু হয়েছে তার থেকে ব্যান্ডেল কাটোয়া শাখার রেল লাইনের দূরত্ব ৫০০ মিটারেরও কম। এই ভাঙন চলতে থাকলে রেল লাইন ধসে বন্ধ হয়ে যাবে ব্যান্ডেল কাটোয়া শাখার রেল চলাচল।

ভাঙনে আতঙ্কিত ভাগীরথী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জমি গ্রাস করছে ভাগীরথী। এবার হয়তো তলিয়ে যাবে ঘরবাড়ি বলে আশঙ্কা বাসিন্দাদের। এভাবেই গত কয়েক বছরে ভাগীরথীর গ্রাসে চলে গিয়েছে কয়েকশো বিঘা কৃষিজমি। এমন অনেক বাসিন্দা রয়েছেন যারা জমি হারিয়ে এখন দিনমজুরের কাজ করছেন। আর কৃষি জমির গা দিয়ে বইছে ভাগীরথী। বেশ কিছু বাড়ি ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে। একটু একটু করে তলিয়ে যাচ্ছে জালুইডাঙ্গা গ্রাম।

বাসিন্দারা বলছেন, এই এলাকায় ভাঙ্গনের সমস্যা দীর্ঘদিনের। অথচ সেই ভাঙ্গন মোকাবিলায় স্থায়ী কাজ হয়নি কোনও দিনই। যখন ভাঙ্গন শুরু হয় তখন তারের জাল দিয়ে বালির বস্তা ফেলা হয় অথচ এই কাজ যদি বর্ষার আগে করা যায় তবে নিশ্চিন্তে থাকতে পারেন তাঁরা। কিন্তু তা হয় না যখন ভাঙ্গন ব্যাপক আকার নেয় তখন কাজ করার তৎপরতা শুরু হয়।