গোটা শহর জুড়ে বোঁ বোঁ শব্দ। কেঁপে উঠল জানলাও। গোটা বেঙ্গালুরুতে এখন শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনা নিয়ে। অনেকেই মনে করছিলেন এই সনিক বুম তৈরি হয়েছে ভারতীয় বায়ুসেনার কোনও মহড়ার কারণে। কিন্তু না সেরকম কিছু নয়। এই ঘটনাকে ঘিরে রহস্য আরও বাড়ছে। এই শব্দের উৎস ঠিক কী, এই নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মুনির নানা মত।
যখন দক্ষিণ বেঙ্গালুরু বেনসন টাউন, সরযাপুর, উলসুর–সহ শহর ও শহরতলির নানা জায়গায় দুপুর ১২ টার পরে পরেই বোঁ বোঁ শব্দ হচ্ছে। বেঙ্গালুরুবাসীরা আপাতভাবে ধরেই নিয়েছিলেন এই আওয়াজ ওই সুপার সনিক বুমের কারণেই। নেটদুনিয়ায় প্রত্যেকে নিজের মতামত জানাতে শুরু করেন। বেশিরভাগই বলছিলেন শহরের মাথার উপর দিয়ে ফাইটার জেট উড়ে যাচ্ছে নাগাড়ে, তাই এই আওয়াজ। কিন্তু বায়ুসেনা এই মতামত পুরোপুরি খারিজ করে দেয়। চাঞ্চল্য ছড়াতে থাকে।
যদিও কর্নাটকের প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়. তাদের ব্রডব্যান্ড সিসমোগ্রাফ ভূকম্পনের কোনও চিহ্ন ধরা পড়েনি। ঘটনার সঙ্গে ভূমিকম্পের কোন সুযোগ নেই বলেই তারা মনে করেন। হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড বা হ্যালের পক্ষ থেকেও বলা হয়, এদিন হ্যালের বিমানের পরীক্ষামূলক ওঠানামা চলেছে রোজের মতোই। কাজেই এই আশ্চর্য আওয়াজ নিয়ে তারা কোনও মন্তব্যও করতে চায়নি।