বিনোদন ব্রেকিং নিউজ

নভেম্বরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বাংলা থ্রিলার ‘সিটি অফ জ্যাকেলস’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সুজিত দত্ত পরিচালিত ছবি ‘সিটি অফ জ্যাকেলস’। চলতি বছরের নভেম্বর মাসেই মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে৷

সম্প্রতি এই ছবির চরিত্রদের লুকও প্রকাশ্যে এসেছে। ছবিতে রয়েছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ,দেবপ্রসাদ হালদার, অমিত সাহা প্রমুখ।

ছবির চিত্রনাট্য লিখেছেন সুজিত দত্ত নিজেই এবং উত্তম কামাতি। ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুভদীপ নস্কর। আর সম্পাদনা করেছেন সুশান্ত চক্রবর্তী। অন্যদিকে ছবির প্রযোজনা করেছে প্রার্থনা রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এবং মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড।

মধ্যবয়সের দোরগোড়ায় এসেও এক সম্বলহীন ব্যক্তির জীবনের কাহিনী নিয়েই এই ছবির মূল গল্প। তাঁর কোনও ঘরবাড়ি নেই, এমনকী নেই কোনও আর্থিক সামর্থ্যও। এই ব্যক্তি হঠাৎ করেই একটা টাকার ব্যাগ পেয়ে যান। এরপরই তিনি স্বপ্ন দেখতে শুরু করেন তার ভালবাসার মানুষের সঙ্গে থাকার। কিন্তু হঠাৎই টাকা আসার সঙ্গে সঙ্গে নানা রকমের সমস্যা তাঁর জীবনে আসতে শুরু করে। ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তাঁকে সব কিছু থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কী হয় এরপর? সেই গল্পই সুজিত দত্ত বলবেন তাঁর আগামী ছবি ‘সিটি অফ জ্যাকেলস’-এ। এই ছবিতে টাকা অন্যতম এক কেন্দ্রীয় চরিত্র বলা যায়।

পরিচালক সুজিত দত্ত জানান, ‘সিটি অফ জ্যাকেলস’ আসলে একটি ক্রাইম ড্রামা। এই ছবিতে একটা টান টান থ্রিলার রয়েছে। এই ছবির মধ্যে দিয়ে বঞ্চিত শ্রেণীর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি।’