দেশ ব্রেকিং নিউজ

কেদারনাথে মৃত্যু বাঙালি তীর্থযাত্রীর

চার ধাম যাত্রায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বাঙালি তীর্থযাত্রী। পশ্চিমবঙ্গ থেকে পরিবারের সঙ্গে কেদারনাথ ধামে গিয়েছিলেন বাংলার এক পরিবার৷ ৬৩ বছরের অনুপ কুমার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন৷ তারপর হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে তাঁকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তীর্থযাত্রী অনুপবাবুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলেরা৷ জানা গিয়েছে, ওই প্রবীণ ব্যক্তি, অনুপ কুমার সেনগুপ্ত পুত্র সুরেশ চন্দ্র, ২২২ ব্লক বি, বাঙ্গুর উত্তরের বাসিন্দা। তিনি তাঁর স্ত্রী এবং পুত্রকে নিয়ে কেদারনাথ পৌঁছেছিলেন। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, ক্রিস্টাল হেলি সার্ভিসের সাহায্যে তাঁকে ফাটাতে নিয়ে যাওয়া হয়।

মন্দির চত্বরে প্রবেশ করার আগেই তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। তাকে হেলিকপ্টারে করে ফাটাতে নিয়ে আসা হয়। তাকে হেলিকপ্টার থেকে বের করার সাথে সাথেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। সে মাটিতে লুটিয়ে পড়ল। এর পরে, হেলিপ্যাডের কর্মীরা তাকে ১০৮ অ্যাম্বুলেন্সে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ফাটা নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দ্বিতীয় এবং তৃতীয় কেদারের দরজা বন্ধ করার তারিখ বিজয়া দশমীর দিন ঘোষণা করা হবে।বিজয়াদশমীর দিন, দ্বিতীয় কেদার ভগবান মদ্মেশ্বর এবং তৃতীয় কেদার তুঙ্গনাথ মন্দিরের দরজা বন্ধ করার তারিখ পঞ্চাঙ্গ গণনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই উপলক্ষে বিশেষ পুজোও করা হবে।