দহনজ্বালা এখনই জুড়োবে না বলেই খবর। হাওয়া দফতর সূত্রে খবর, দিনের তাপমাত্রা কমপক্ষে ২ ডিগ্রি বাড়তে পারে। গরমে রীতিমতো অতিষ্ঠ তিলোত্তমার স্বাভাবিক জনজীবন। রাস্তায় বেরোনো দায়, একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কলকাতা লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা গরমে কাহিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে মালদা-দক্ষিণ দিনাজপুরেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সূত্রের খবর,দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে স্বস্তির খবর। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।