আজ মুক্তি পাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ওপার বাংলার ছায়াছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। জানা গিয়েছে, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। ২০১৯-২০ অর্থবর্ষের সরকারি অনুদান পায় সিনেমাটি।
ইতিমধ্যেই চট্টগ্রাম থেকে এই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই রাজধানী ঢাকায় প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হয় ছবিটির প্রচার কার্যক্রম। সেই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন সাহিত্যিক সেলিনা হোসেন। আর এতে অংশ নেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্ৰামাণিক,সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।
অন্যদিকে সম্প্রতি ছবিটির একটি গান প্রকাশ্যে এসেছে। যার সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার। গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। ছবির বিষয়ে প্রদীপ ঘোষ বলেন,”যেহেতু এটা ইতিহাসনির্ভর সিনেমা, আমরা চাই, শিক্ষার্থীরাই বেশি দেখুক। আমাদের ঘরে অর্থ না আসুক, সিনেমাটা অন্তত শিক্ষার্থীরা দেখুক। দেশের তরুণ প্রজন্ম বর্তমানে ইতিহাস ভুলতে বসেছে। বীরকন্যা প্রীতিলতাকে জাতির সামনে তুলে ধরলে তরুণ প্রজন্ম প্রীতিলতাকে জানতে পারবে, তারা ন্যায়-অন্যায় অনুধাবন করতে পারবে।”