দেশ ব্রেকিং নিউজ

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি কেন্দ্রের

বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিল ভারত সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে বাংলাসহ পাঁচটি ভাষাকে ভারতের ধ্রুপদি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ভারতে ধ্রুপদি ভাষার প্রথম স্বীকৃতি পায় তামিল ভাষা। ধ্রুপদি ভাষা বলতে বোঝায়, যা অত্যন্ত প্রাচীন, সমৃদ্ধ সাহিত্যের অধিকারী এবং স্বাধীনভাবে গড়ে উঠেছে।

এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল। ফলে এবার কেন্দ্রীয় সরকার আদি বা ধ্রুপদি ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিল। নতুন করে ধ্রুপদি ভাষার স্বীকৃতি পাওয়া অন্য চারটি ভাষা হলো মারাঠি, পালি, অসমিয়া ও প্রাকৃত ভাষা। এর আগে ধ্রুপদি ভাষার স্বীকৃতি পেয়েছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম ও ওড়িয়া ভাষা।

বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, “আমি অত্যন্ত আনন্দিত যে মহান বাংলা ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর শুভ সময়ে। বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। আমি সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাই।”

বাংলাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি আপনাদের সঙ্গে এই সংবাদে খুশি হয়েছি যে কেন্দ্রীয় সরকার অবশেষে বাংলাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে। কার্যত আমরা কেন্দ্রীয় সংস্কৃতিক মন্ত্রক থেকে এই স্বীকৃতি ছিনিয়ে এনেছি। এই লক্ষ্যে আমরা প্রচুর ঐতিহাসিক নথি, প্রমাণ ও গবেষণাপত্র জমা দিয়েছি। কেন্দ্রীয় সরকার আমাদের সে দাবিকেই স্বীকৃতি দিল।” পাশাপাশি বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা এবারের দুর্গাপূজার শ্রেষ্ঠ উপহার।”