বিনোদন ব্রেকিং নিউজ

অস্কার দৌড়ে বাঙালি পরিচালকের ‘রাইটিং উইথ ফায়ার’

অস্কার নিয়ে জিইয়ে থাকল ভারতীয়দের প্রত্যাশা। সেরা সিনেমা বিভাগে মনোনয়ন না পেলেও তথ্যচিত্রে এবার জায়গা করে নিলেন এক বাঙালি পরিচালক। গত জানুয়ারিতে প্রকাশ পায় ২০২২ সালের অস্কারে পুরস্কারে সেরা চলচ্চিত্র -বিভাগে দৌড়ে রয়েছে কোন কোন সিনেমা। দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রকাশ করে এই তথ্য। তালিকায় ছিল মোটের ওপর প্রায় ২৭৬ টি সিনেমা।

ভারতীয়দের কাছে আশা ছিল অস্কার ২০২২ এর সেরা ফিচার চলচ্চিত্রের দৌড়ে থাকতে চলেছে দক্ষিণের ছবি ‘জয় ভীম’, ‘মরোক্করঃ লায়ন অক দ্য আরবিয়ান সি’। আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ছবিটি ‘জয় আইএমডিবি রেটিংয়ে সর্বোচ্চ রেটিং পাওয়া ছবি।

তবে মঙ্গলবার চলতি বছরের অস্কারের মনোনয়ন তালিকা সামনে আসতেই মন ভাঙে ভারতীয়দের। তালিকায় ঠাঁই পায়নি জয় ভীম। তবে রাইটিং উইথ ফায়ার সেই খামতি কিছুটা মিটিয়ে দিয়েছে।

তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্রের মধ্যে স্থান পেল সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। দুই পরিচালকেরই এটি প্রথম ছবি। ‘খবর লহরিয়া’ -কে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্র। একমাত্র ভারতীয় দলিত সম্প্রদায় চালিত সংবাদপত্র, যা মূলত মহিলারা চালান। ছবিটিতে তাঁদের সংগ্রাম, সংবাদপত্র টিকিয়ে রাখার লড়াই ইত্যাদি এই তথ্যচিত্রে স্থান পেয়েছে।

প্রসঙ্গত, ব্ল্যাক-ইশ তারকা ট্রেসি এলিস রস এবং অভিনেতা ও কমেডিয়ান লেসলি জর্ডানের উপস্থাপনায় সঞ্চালিত হবে এই অনুষ্ঠানটি।