রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ল। জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত রাজ্যে জারি থাকছে বিধিনিষেধ। তবে ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। দোকান–বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা হচ্ছে রেস্তোরাঁ, হোটেল, শপিং মল। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব। রেস্তোরাঁয় ৫০ শতাংশ গ্রাহকের বসার ব্যবস্থা করা যাবে। শপিং মলে ৩০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবেন। কঠোরভাবে করোনাবিধি মেনেই এসব ব্যবসা চালানো যাবে।
সোমবার নবান্নে এই নিয়ে জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব এইচকে দ্বিবেদী এই কথা ঘোষণা করেন। এদিন বলা হয়েছে, এক দেশ এক রেশনে কোনও সমস্যা নেই। এটা চালু করার প্রক্রিয়া চলছে। ২ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। দুয়ারে রেশন চালু করা হবে। আনা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তবে ট্রেন–বাস বন্ধ থাকবে। ইন্ডোর–আউটডোর শুটিংয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে শুরু করতে হবে। ১১ থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিংমলের দোকান। ২৫ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। একটা সময়ে থাকবে না ৩০ শতাংশের বেশি ক্রেতা।
কয়েকটি ক্ষেত্রে কঠোর বিধি শিথিল করে জুলাই ১ তারিখ পর্যন্ত জারি থাকবে ‘কার্যত লকডাউন।’ জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। এতে অবশ্যই ব্যতিক্রম সংবাদমাধ্যমের অফিস এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সব কিছু। কাজের প্রয়োজনে যাঁরা রোজ বেরচ্ছেন, তাঁদের জন্য ই-পাসের ব্যবস্থা করা হয়েছে নতুন একটি অ্যাপের মাধ্যমে বলে জানিয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত খুলবে পার্ক।