বড়দিনে বঙ্গ ক্রিকেটের জন্য বড় খবর। খুব তাড়াতাড়ি বাংলায় শুরু হতে পারে বেঙ্গল প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে এধরনের প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি। আর বাংলা ক্রিকেটের এই যুগান্তকারী উদ্যোগের পিছনে রয়েছে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।
গত বছরই বেঙ্গল প্রিমিয়ার লিগের অনুমোদন পায় সিএবি। ভারতীয় বোর্ডের অনুমোদন মিললেও লিগ চালু করা যায়নি। নতুন বছরে বেঙ্গল প্রিমিয়ার লিগ চালু করা যাবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। বেঙ্গল প্রিমিয়ার লিগের আয়োজনের পিছনে রয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি ও সিএবি কর্তা সঞ্জয় দাস মিলে এই প্রতিযোগিতার নকশা সাজাচ্ছেন। তাদের সঙ্গে মূল পরামর্শদাতা হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সামগ্রিকভাবে পুরো টুর্নামেন্টের পরামর্শদাতা হিসেবে থাকবেন ঝুলন গোস্বামী।
পাশাপাশি আরও জানা গিয়েছে, বিপিএলের এই ফ্রাঞ্চাইজি দলগুলি কেনার বিষয়ে আগ্রহী দেখিয়েছেন আম্বানি, শাহরুখ খান ও সঞ্জীব গোয়েঙ্কারা। তেমনটি হলে উদ্বোধনী বছরেই জমে যাবে এই লিগ। আইপিএলের ধাঁচে নিলামও হবে বিপিএলে।