According to sources, the state government has requested to launch local trains and metros in the state following all precautions. On Wednesday, Chief Minister Mamata Banerjee said that if local train and metro services were introduced in Bengal step by step, the state government would have no objection.
ব্রেকিং নিউজ রাজ্য

রেল বোর্ডকে চিঠি দিল রাজ্য

বাংলার মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, তাঁর সরকারের পক্ষ থেকে কোনও আপত্তি নেই মেট্রো এবং লোকাল ট্রেন চালানো হলে। এবার একধাপ এগিয়ে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যে লোকাল ট্রেন এবং মেট্রো চালুর আবেদন জানাল রাজ্য।যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মতামত এবং অবস্থান জানিয়ে এই চিঠি পাঠান রেল বোর্ডে।
নবান্ন সূত্রে খবর, করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো চালু করার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় যদি লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা ধাপে ধাপে শুরু করা হয়, তাহলে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। এমনকী ৬ জুলাই করোনা সংক্রমণের ভয়ে যে ৬টি শহরে বিমান যাওয়া–আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী, তাও তুলে নেন বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, পরবর্তী আনলক পর্বে লোকাল ট্রেন এবং মেট্রো চালু করার অনুমোদন দেওয়া হতে পারে। একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আনলক থ্রি চলবে। ১ সেপ্টেম্বর থেকে আনলকের পরবর্তী পর্বে প্রবেশ করবে দেশ। সে জন্য নতুন গাইডলাইন তৈরির কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা।
তবে খুব শিগগির নয়া আনলক গাইডলাইন প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। ১ সেপ্টেম্বর থেকে নয়া গাইডলাইন কার্যকর হবে। যদিও এখনই স্কুল–কলেজ খোলার কোনও সম্ভাবনা নেই বলে সূত্রের খবর। জানা গিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন, মেট্রো কীভাবে চলবে, কী ধরনের বিধি মেনে চলতে হবে, কত সংখ্যক ট্রেন চালানো যাবে, ট্রেন চালানোর পর সংক্রমণ এড়ানোর জন্য অথবা সংক্রমণ কমানোর জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে সমস্ত বিষয় নিয়ে যেন রাজ্যের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়।