দেশ ব্রেকিং নিউজ

দীপাবলিতেই ৫জি পরিষেবার সুবিধা

৫জি পরিষেবায় দু’লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স জিও। সব ঠিক থাকলে উৎসবের মরসুমে দীপাবলিতে নয়া পরিষেবার সুবিধা পাবেন মেট্রো শহরগুলির গ্রাহকরা। তারপর ধাপে ধাপে গোটা ভারতে ছড়িয়ে পড়বে পরিষেবা। সোমবার রিলায়েন্স গোষ্ঠীর বার্ষিক বৈঠক শেষে ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি।

জানা গিয়েছে, প্রাথমিক ভাবে কলকাতা সহ ১৩টি শহরে এই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। ৫জি ইন্টারনেট পরিষেবা নিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেটাই বাস্তব হতে চলেছে এবার।

এই ৫জি পরিষেবার তালিকায় কলকাতা ছাড়াও নাম রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই ও পুণের। ইতিমধ্যেই টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সার্ভিস প্রোভাইডারদের প্রস্তুত থাকতে বলেছেন। ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস স্পেকট্রামের নিলামে জয়ী হয়েছিল। সংস্থাগুলির কাছে পৌঁছে গিয়েছে সরকারি চিঠিও। এই মুহূর্তে ইনস্টলেশনের কাজ চলছে বলে জানিয়ছেন মন্ত্রী। তা শেষ হয়ে গেলেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা শুরু করে দিতে পারে।

৫জি নেটওয়ার্ক শুরু হলে নানা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কেননা এই নেটওয়ার্কের মাধ্যমে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ তথ্য সরবরাহ করা যাবে।

প্রসঙ্গত, এখন ভারতে যে নেটওয়ার্ক চলছে, তার থেকে অন্তত দশ গুণ দ্রুত কাজ করবে ৫জি। স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। গত মে মাসে আইআইটি মাদ্রাজে ট্রায়াল চলাকালীন দেশে প্রথম ৫জি কল করেন টেলিকম মন্ত্রী।