২০১৭ সালে ‘জাস্টিস লিগ’ এর পরে আর ব্যাটম্যান চরিত্রে ফিরবেন না বলে বেন অ্যাফ্লেক সাফ জানিয়ে দিয়েছিলেন। তবে আনন্দের সংবাদ হলো, এই তারকা অভিনেতাকে আবারও ব্যাটম্যান হিসেবে পর্দায় দেখা যাবে।
বেন অ্যাফ্লেকের এমন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই তার ভক্তকূল হতাশ হয়েছিলেন। এবার সেইসব হতাশ ভক্তদের জন্য রীতিমত আনন্দ সংবাদ দিলেন পরিচালক অ্যান্ডি মুশিয়েটি। এই পরিচালকের ছবি ‘দ্য ফ্ল্যাশ’ ২০২২ সালে মুক্তি পাবে। আর এই ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলেই পরিচালক জানিয়েছেন। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এছাড়া অভিনেতা মাইকেল কিটোনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
পুনরায় অ্যাফ্লেককে নেয়ার কারণ হিসেবে পরিচালক জানিয়েছেন, ব্যাটম্যান হিসেবে যে দক্ষতা আমরা বেন অ্যাফ্লেক এর মধ্যে দেখেছি, তাকে ছাড়া আর কাউকেই আমরা এই চরিত্রে ভাবতে পারছিনা।