ব্রেকিং নিউজ রাজ্য

Belur Math: মহাসমারোহে গুরু পূর্ণিমা পালন বেলুড় মঠে

গুরু পূর্ণিমার মাহেন্দ্রক্ষনে বৈদিক মন্ত্রের মধ্যে দিয়ে স্মরণ করা হয় দীক্ষা গুরুকে। ভারতের সনাতন শাস্ত্রের মন্ত্রচ্চারণ গুরু ও শিষ্যর মধ্যে যোগসূত্রের বন্ধন তৈরি করে। আজ এই মান্যতাকে পাথেয় করেই অগণিত ভক্তের সমাবেশ হাওড়ার বেলুড় মঠে।

বেলুড় মঠে সকাল থেকেই নামে ভক্ত ও দর্শনার্থীদের ঢল। গুরুর পায়ে শ্রদ্ধা সমর্পনের মাধ্যমে নিজের জীবনের সমস্ত অন্ধকারকে দূর করা সম্ভব এমনটাই বিশ্বাস ভক্তদের। প্রকৃত সদগুরুই অন্ধকার থেকে আলোর পথে তাঁদেরকে চালিত করবেন এই কামনা নিয়েই আজ গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি ভক্তদের।  তাই নিজের দীক্ষাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে সকাল থেকে প্রতীক্ষা করছেন ভক্তরা। সকাল সাড়ে ১০টায়  রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দকে প্রণাম নিবেদন করেন তাঁরা।

সনাতন শাস্ত্র মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তি সঙ্গীত হয়। অগণিত ভক্তের সমাগমে আজ শাস্ত্রীয় রীতি নীতি আচার অনুষ্ঠান মেনে গুরু পূর্ণিমার অনুষ্ঠান পালিত হচ্ছে বেলুড় মঠে।

প্রসঙ্গত, কোভিডের কারণে গত দু’বছর সেভাবে গুরুপূর্ণিমা পালন করা যায়নি। ২০২১ এ  ২৪ জুলাই ছিল গুরু পূর্ণিমা। করোনা কড়াকড়ির মধ্যেও খোলা ছিল বেলুড় মঠ। তবে কোভিড বিধি জারি থাকায় শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ এবং প্রণাম করতে পেরেছিলেন দর্শনার্থীরা। ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও,  মহারাজদের সঙ্গে সাক্ষাৎ হয়নি।