আন্তর্জাতিক

এবার লকডাউনের পথে বেলজিয়ামও

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ইউরোপের শহরগুলিতে। তার জেরে ফের লকডাউনের পথ বেছে নিয়েছে ফ্রান্স–জার্মানি। এবার সেই পথেই হাঁটল বেলজিয়ামও। বেলজিয়াম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপের সংক্রামিত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের হার বেলজিয়ামে। করোনা রুখতে আবার লকডাউনের ঘোষণা করা হয়েছে।
সরকারের নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। তবে প্রয়োজনীয় দ্রব্য কিনতে দোকানগুলি খোলা থাকবে। কিন্তু ডিসেম্বর পর্যন্ত দেশের সব দোকানপাট, সেলুনের মতো ব্যক্তিগত সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাইরে বেরোলে এক জায়গায় ৬ বা তার কম সংখ্যক মানুষের জমায়েতের উপর জোর দেওয়া হয়েছে। সব স্কুল কলেজ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, দেশের পানশালা বা রেস্তোরাঁয় কড়া লকডাউন থাকাকালীন সব বন্ধ থাকবে। রাতে কার্ফু জারি করা হয়েছে। গত ৯০ দিন ধরে ক্রমাগত বেড়েছে ইউরোপের করোনা সংক্রমণের হার। এই তথ্য জানানো হয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কনট্রোলের তরফে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হারে সংক্রমণ বাড়তে থাকলে দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।