বিনোদন ব্রেকিং নিউজ

বক্স অফিসে আবেগে ভাসছে ‘বেলাশুরু’

মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশুরু’। ছবির মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধামাকা দিয়েছে এই ছবি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘বেলাশুরু’।

‘বেলাশেষে’-র পর ‘বেলাশুরু’ নিয়ে দর্শকদের মধ্যে দারুণ প্রত্যাশা ছিল। এই ছবির সবচেয়ে বড় আবেগ সৌমিত্র-স্বাতীলেখা। কার্যত সেই আবেগের প্রতিফলনই পড়েছে বক্সঅফিসে। বর্তমানে দর্শকদের মনের মণিকোঠায় রয়েছে এই ছবি।

টলিউড ছবির বাণিজ্য বিশ্লেষক পঙ্কজ লাডিয়া একটি টুইট করে জানান, প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ। একই কথা বলেছেন ডিস্ট্রিবিউটর নবীন চোখানি, বাবলু দামানি-রাও। সৌমিত্র-স্বাতীলেখাই এই ছবির ইউএসপি বলেই জানিয়েছেন তাঁরা। এমনকি তাঁদের শেষবার দেখার জন্য একেএকে এই ছবি দেখতে আসছেন প্রবীণ থেকে নবীন প্রজন্ম। করোনার অতিমারির রেশ কিছুটা কাটিয়ে মুক্তিপ্রাপ্ত ‘কিশমিশ’,‘টনিক’-সহ বহু বাংলা ছবিকে ইতিমধ্যেই টপকে গিয়েছে ‘বেলাশুরু’।

উল্লেখ্য, এই ছবির মূল দুই চরিত্রই প্রয়াত হয়েছেন। কিন্তু এই ছবির মাধ্যমে শেষবারের মতো রূপোলি পর্দায় ধরা দিলেন তাঁরা। ভারতীয় ছবির ইতিহাসে এই প্রথম এ ধরণের ঘটনা ঘটেছে। আর এই বিষয়টিকেই নিজেদের বিজ্ঞাপনে ফুটিয়ে তুলেছে আমুল সংস্থা। সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমার একটি দৃশ্যে স্বাতীলেখা সেনগুপ্তের চুল আঁচড়ে দিচ্ছেন, সেই মোমেন্ট-ই ফুটে উঠেছে ওই বিজ্ঞাপনে। আর তাঁদের পাশে বসে রয়েছে আমুল গার্ল। বিজ্ঞাপনের ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘দিজ বেলা উইল নেভার এন্ড।’