বেহালায় মিঠুন চক্রবর্তীর মিছিল ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। অনুমতি না মেলায় বাতিল হয়ে গেল বেহালায় মিঠুন চক্রবর্তীর রোড–শো। এমনকী বিজেপির তরফে ডোর টু ডোর প্রচার কর্মসূচির জন্য আবেদন করা হয়েছিল। তারও অনুমতি মেলেনি বলে অভিযোগ। মিঠুনের রোড–শো বাতিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পর্ণশ্রী থানা এলাকায়। বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড–শো করার কথা ছিল বিজেপির। তারই প্রেক্ষিতে বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তীর নেতৃত্বে থানায় জমায়েত করেছেন বিজেপি কর্মীরা। পর্ণশ্রী থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
শনিবার দুই বেহালায় ভোটগ্রহণ। পূর্ব ও পশ্চিম বেহালা কেন্দ্রে দুই তারকা পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। তাঁদের হয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁদের হয়ে রোড–শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। সেই রোড–শোয়ের অনুমতি চেয়ে বুধবার দুপুরে পুলিশের ‘সুবিধা’ অ্যাপে আবেদন জানিয়েছিল বিজেপির জেলা নেতৃত্ব। কিন্তু বিকেলে তাঁদের আবেদন নাকচ করে দেওয়া হয়।
এই বিষয়ে শ্রাবন্তী এদিন বলেন, ‘পুলিশের কাছে কোনও উত্তর নেই। আমরাও দেখে নেব। আবারও বলছি বেহালা পশ্চিম থেকে আমি জিতব। একটি মেয়েকে এভাবে আটকানো হচ্ছে! জনতা আছেন, তাঁরা বিষয়টি দেখছেন।’ এই ঘটনায় তোপ দেগেছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও। তিনি সাফ জানান, ‘এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ প্রশাসন তৃণমূলের হাত থেকে বেরতে পারল না! প্রশাসনের এই আচরণকে আমরা ধিক্কার জানাচ্ছি। কোথাও কোনও সভা, মিটিং, মিছিল করতে দেওয়া হচ্ছে না।’
এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেহালা পশ্চিম বিধানসভা এলাকায়। ইতিমধ্যেই পর্ণশ্রী থানার বাইরে বিক্ষোভ কর্মসূচি চালাতে শুরু করেছে গেরুয়া কর্মী সমর্থকরা। পুলিশের দাবি, মিঠুন চক্রবর্তী এলে প্রচুর জমায়েত হতো। নিরাপত্তা দেওয়া কঠিন। যানজটও হতো। তাই রোড–শোয়ের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের আরও দাবি, নির্বাচন কমিশনের কাছে অনুমতি চায়নি বিজেপি। তাই অনুমতি দেওয়া হয়নি।
