রাজ্য লিড নিউজ

তৃতীয় দফার আগেই রাজ্যে আরও ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য দেশের মধ্যে সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৭ মে বাংলায় তৃতীয় দফার নির্বাচন রয়েছে। আর ঠিক তার আগেই রাজ্যে এল আরও ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এই নিয়ে রাজ্যে মোতায়েন রয়েছে মোট ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় তৃতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত বৈঠক সম্পন্ন হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪০৬ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটে মোতায়েন থাকবে। প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুম গুলোর নিরাপত্তা সহ অন্যান্য জেলায় মোতায়েন থাকবে আরও ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, তৃতীয় দফায় জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে মালদায়। সেইসঙ্গে প্রায় ১১০০০ রাজ্য পুলিশ মোতায়েন থাকবে।