বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন কোথা থেকে তিনি প্রার্থী হবেন, বা আদৌ হবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বৃহস্পতিবার কলকাতার বিজেপি দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বিচারপতি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়, আপনি কোন আসন থেকে প্রার্থী হবেন। সেটা কি তমলুক? জবাবে সদ্য প্রাক্তন বিচারপতি বলেন, “সেটা দলের সর্বোচ্চ নেতারা স্থির করবেন। ওটা আমার বিষয় নয়।”
দল আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না করলেও, তমলুকে তিনি প্রার্থী হতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে। নন্দীগ্রামের দেওয়াল লিখনে তাঁকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দেখানো হয়েছে।