ব্রেকিং নিউজ রাজ্য

কালিপুজোর আগেই কি বঙ্গে জাঁকিয়ে শীত?

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। হাওয়ায় এখন ঠাণ্ডা আমেজ। ভোর হতেই শিরশিরানি পারদ পতন। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে, রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সারাদিনই কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে। কালিপুজোর মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমেছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গেও শীতের আগমন ঘটেছে।