ব্রেকিং নিউজ রাজ্য

পরকীয়ার জের! স্ত্রীকে খুন করল স্বামী

পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে নিজে হাতে খুন করল স্বামী! ঘটনায় আশঙ্কাজনক অবস্থা তার প্রেমিকেরও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম ৫ নম্বর অঞ্চলের নিবেদিতা এলাকায়। এরপরেই নিজের মেয়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত মৃতার স্বামীকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিবেদিতা গ্রামের বাসিন্দা রবি তিরিয়া ও স্ত্রী মিরজু তিরিয়া-র দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠেছিল। একই বাড়িতে দীর্ঘদিন যাবত তারা পরস্পরের থেকে আলাদা ভাবেই বসবাস করতেন। গত কয়েকমাস থেকে পাশের গ্রামেরই এক যুবকের সাথে রবির স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। রবিবার সন্ধ্যেবেলা বাড়িতে ওই যুবকের সাথে স্ত্রীকে দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা শিলের নোড়া দিয়ে স্ত্রী ও যুবককে আঘাত করে। ওই ভারী জাতীয় পাথরের বস্তুর আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী মিরজু তিরিয়া(৩৫)র। গুরুতর জখম হন প্রেমিক সুকুমার ডকরা। রাতেই ওই প্রেমিককে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও অবস্থার অবনতির কারণে পরে কলকাতার পিজিতে স্থানান্তর করতে হয়।

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পিংলা থানার পুলিশ। কি কারনে স্ত্রীকে খুন করলেন এবং এই ঘটনায় আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ । ঘটনাই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জুড়ে।