খেলাধুলা ব্রেকিং নিউজ

পাঞ্জাবকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। টানা দুটি ম্যাচ জিতে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠল। বুধবার সন্ধ্যেয় কিশোর ভারতী স্টেডিয়ামে তারা পাঞ্জাব এফসি কে হারাল ১-০ গোলে।খেলার ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন সিভেরিও তোরো। ডার্বির মতই এ ম্যাচেও গোলের কারিগর ছিলেন বোরহা। ইস্টবেঙ্গলের দ্বিতীয় কর্ণার থেকে হেডে গোল করে যান সিভেরিও।

খেলার শুরুর দিকে পাঞ্জাব এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের লড়াই সমানে সমানে হলেও ইস্টবেঙ্গলের সামনে গোলের বেশি সুযোগ এসেছে। কখনও বারপোষ্ট প্রতিবন্ধক হয়েছে, কখনও সুযোগ হাতছাড়া হয়েছে অল্পের জন্য। ক্লেটন সিলভা ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে একবার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন, আরেকবার অবিশ্বাস্য মিস করেন। তবুও বল পজেসন তুলনামূলক কম রেখেও ইস্টবেঙ্গল পেশাদারী ঢঙে পৌঁছে গেল ডুরান্ডকাপের সেমিফাইনালে। মোহনবাগান তিনটে খেলার মধ্যে দুটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট পেয়েছে ও গ্রূপে তারা দ্বিতীয় হয়েছে। মোহনবাগান পাঞ্জাবকে ২-০ গোলে হারায়। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে শেষ কয়েক মিনিটের জন্য রক্ষণে ঢিলেমি দিয়ে ম্যাচ ড্র করে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ দুটি ম্যাচে জয়ের সুবাদে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৭।