সইফ আলি খান চতুর্থবার বাবা হচ্ছেন। এবার সইফ বাবা হওয়ার খুশি ধরে রাখতে পারলেন না। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে বলিউডের ছোটে নবাব হাজির হন। ওই সাক্ষাতকারে সইফ বলেন, কেরিয়ারের শুরুতে বেশ অস্থির ছিলেন তিনি। করিনার সঙ্গে বিয়ের পর তৈমুর যখন তার জীবনে আসে, সেই সময় থেকে তিনি থিতু হতে শুরু করেন। তৈমুরের জন্মের পর তার জীবনের অস্থিরতা কেটে গিয়েছে। বেশ কিছুটা থিতু হতেই ফের বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সইফ জানান।
পাশাপাশি তিনি আরও বলেন, পরিবারকে নিয়ে তার সময় কাটছে। সন্তানরা সব সময় তার চারপাশে থাকবে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সন্তানদের নিয়ে সব সময় থাকার অনুভূতি একেবারে অন্যরকম বলেও সইফ আলি খান মত প্রকাশ করেন।
ফেব্রুয়ারিতেই আসছে সইফ, করিনার দ্বিতীয় সন্তান। তিনি আরও জানান, পিতৃত্বকালীন ছুটি কাটিয়েই ফের শ্যুটিংয়ে ফিরবেন।
২০১২ সালে করিনা কাপুরের সঙ্গে সইফ আলি খান দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর থেকেই বলিউডের এই তারকা দম্পতি ‘সইফিনা’ নামে পরিচিত হন। তৈমুরের জন্মের ৩ বছর পর এবার সইফ আলি খান চতুর্থবার বাবা হতে চলেছেন। প্রসঙ্গত প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর সইফের দুই সন্তান তাদের মায়ের সঙ্গেই থাকেন।