করোনা আবহে মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন নির্ভর।তেমন বেড়ে গিয়েছে সাইবার প্রতারনা। এবার সুযোগ বুঝে পর্নোগ্রাফিতে আসক্তদের টার্গেট করেছে করেছে সেই প্রতারকদের দল। ফোনে হোক বা কম্পিউটারে, পর্ন ভিডিও দেখতে গেলেই বড়সড় প্রতারণার ফাঁদে পড়তে পারেন আপনিও।
জানা গেছে, পর্ন ভিডিও যাঁরা দেখেন তাঁদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছে অনলাইন প্রতারকরা। পর্ন সাইট খুললেই নাকি উঠে আসছে একটি পপ-আপ মেসেজ। তাতে বলা হচ্ছে পর্ন ভিডিও দেখার কারণে ওই নির্দিষ্ট ফোন বা মেশিনের ব্রাউজার লক করে দেওয়া হয়েছে। এই পপ-আপ দেখেই দানা বাঁধছে বিভ্রান্তি। অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। বিশেষজ্ঞরা এই প্রতারণার ফাঁদ নিয়ে মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন।
এমনভাবে ওই পপ-আপ মেসেজটিকে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে এটি কেন্দ্র সরকারের আইন ও বিচার মন্ত্রকের পাঠানো। সংবিধানের ১৭৩-২৭৯ ধারার আওতায় অপরাধের প্রসঙ্গও তুলে ধরা হচ্ছে সেখানে। বলা হচ্ছে, ওই ব্রাউজার থেকে এমন ভিডিও দেখা হয়েছে যা ভারতের আইনে নিষিদ্ধ।স্রেফ ভয় দেখানোর জন্যেই এমন পপ-আপ ডিজাইন করা হয়েছে বলে অভিযোগ। সেই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। এমনকি, ব্রাউজার ফের আনলক করার জন্য ২৯ হাজার টাকা চাওয়া হচ্ছে।টাকা দেওয়ার জন্য ৬ ঘণ্টা সময় বেঁধে দিচ্ছে সেই পপ-আপ। এই গোটাটাই একটা প্রতারণার ছক, বলছেন বিশেষজ্ঞরা।
বিপদ এড়াতে পর্নোগ্রাফি এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভাল, বলছেন বিশেষজ্ঞরা। তবে যদি এমন কোনও পপ-আপ সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে সেই ব্রাউজার উইন্ডোটি।নয়ত মেশিনে কন্টোল-অলটার-ডিলিট কি একসঙ্গে প্রেস করতে হবে। মেশিন ফোর্স শাট ডাউন করলেও সমস্যার সমাধান হতে পারে।