খেলাধুলা ব্রেকিং নিউজ

কোন IPL ক্রিকেটারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই?

শুরু হয়ে গিয়েছে আইপিএল। এখনও পর্যন্ত চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও গুজরাত লায়ন্স। অনেক দলই সমস্ত ক্রিকেটারদের পায়নি নির্দিষ্ট কিছু কারণে। ক্রিকেট মহল সূত্রের খবর, গুজরাত লায়ন্স ও কলকাতা নাইট রাইডার্সকে সমস্যায় পড়তে হচ্ছে দুই ক্রিকেটারের জন্য। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বিসিসিআই।

ওপেনার জেসন রয়কে নিয়েছিল গুজরাত টাইটান্স, অ্যালেক্স হেলসকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁরা সরে দাঁড়ানোয় বিকল্পের সন্ধানে নামতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। ফলে সমস্যায় পড়তে হয়েছে দলকে। প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটে থাকে। স্বাভাবিকভাবেই প্লেয়ারদের শেষ মুহূর্তে সরে দাঁড়ানো নিয়ে বিভিন্ন সময়ে বোর্ডের কাছে অসন্তোষ ব্যক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিরা। তাদের দাবি, বোর্ড এবার কড়া পদক্ষেপের পথেও হাঁটতে চলেছে।

ক্রিকেট সমালোচকদের মতে, প্রত্যাশিত দর না পাওয়ার কারনে ক্রিকেটারদের আইপিএল থেকে সরে দাঁড়ানোর প্রবণতা বাড়ছে। উল্লেখ্য, রয় ও হেলস দুজনকেই বেস প্রাইসে কিনেছিল যথাক্রমে গুজরাত ও কলকাতা। তারপরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, “কোটি কোটি টাকা দিয়ে ক্রিকেটারদের রেখে দল সাজানোর পরও অনেকে শেষ মুহূর্তে সরে দাঁড়াচ্ছেন। এই প্রবণতা সমর্থনযোগ্য নয়। এতে দলগুলির পরিকল্পনা ও ভারসাম্যে যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি ওই ক্রিকেটাররা বিভিন্ন দলে যাওয়ায় অনেক ক্রিকেটারের সামনে আইপিএলের দরজাও খুলছে না।”