কেন্দ্রীয় আয়কর দফতরের নজরে বিবিসি। প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তথ্যচিত্র বিতর্কের আহবেই মঙ্গলবার সকাল থেকে বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে অভিযান চালাল আয়কর দফতর। যদিও এই অভিযানকে উল্লেখযোগ্যভাবে হানা না বলে সমীক্ষার দাবি করা হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র বানিয়ে ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে এই ব্রিটিশ সংবাদ সংস্থা। দেশ জুড়ে এই সংস্থাকে নিষিদ্ধ করার দাবি তোলা হয় একাংশের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারও নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাতত পিছিয়ে এসেছে কেন্দ্র। বিজেপি সরকারের এই মনোভাবে সোচ্চার হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহেই এবার বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। চলছে জল্পনা।
অন্যদিকে, BBC অফিসে আয়কর দফতরের সমীক্ষা প্রসঙ্গে BJP-কে তোপ কংগ্রেসের। অঘোষিত জরুরি অবস্থা চলছেবলে এদিন দাবি করে কংগ্রেস। ২০০২-এর গুজরাট এবং মোদির মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ের ওপর বিবিসি-র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে তোলপাড় দেশ। কেন্দ্রের পক্ষ থেকে ভারতে এই তথ্যচিত্র নিষিদ্ধ করা হয়েছিল। দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই তথ্যচিত্র দেখাতে চেয়েছিল, তাতে বাধার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের। কেন্দ্রীয় সরকার সমাজমাধ্যম থেকে তথ্যচিত্রটি তুলে নেওয়ার নির্দেশ দেয়। সরকারের এই নির্দেশিকার বিরোধিতা করে সুর চড়িয়েছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। তারমাঝেই বিবিসি-র জোড়া অফিসে আয়কর হানা নিয়ে আদানি ইস্যু তুলে এনে টুইট করেছেন জয়রাম রমেশ।