রাজ্য লিড নিউজ

রণেভঙ্গ! ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না আইএসএফ বিধায়ক নওশাদ

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার আসন থেকে লড়ছেন না ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। তাঁকে পাশে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফে একটি সাংবাদিক বৈঠক করেন আইএসএফ নেতা সামসুর আলি মল্লিক। সেখানে দলের তরফে পাঁচটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে। রাজ্য রাজনীতিতে এতেই শুরু হয়েছে জোর চর্চা।

গত কয়েক মাস ধরে জল্পনা চলছিল ডায়মন্ড হারবার আসনে নওশাদ প্রার্থী হবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রের সাংসদ, তাই ওখানে নওশাদ প্রার্থী হলে যথেষ্ট লড়াই হবে, এমন মনে করা হচ্ছিল। আইএসএফ বিধায়কও জানিয়েছিলেন, দল তাঁকে মনোনয়ন দিলে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন।

কিন্তু এদিন কিছুটা সকলকে অবাক করে আইএসএফ নেতা সামসুর আলি মল্লিক জানান, নওশাদ শুধু ডায়মন্ড হারবার নয়, রাজ্যের কোনও আসনেই প্রার্থী হচ্ছেন না। কারণ নওশাদ দলের স্টার প্রচারক। তাই তাঁকে কোনও নির্দিষ্ট কেন্দ্রে বেঁধে রাখতে চায় না আইএসএফ। বিষয়টি নিয়ে নওশাদকে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূল।