রাজ্য লিড নিউজ

লোকসভা নির্বাচনে বসিরহাটে ভোট কারচুপি! বড় নির্দেশ হাইকোর্টের

লোকসভা নির্বাচনে বসিরহাটের ফল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। অভিযোগ ছিল, লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপি, ছাপ্পা হয়েছে। সেই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন রেখা পাত্র। তাঁর দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে বুধবার নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। বসিরহাটের নির্বাচন সংক্রান্ত নথি, ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

হাইকোর্টের নির্দেশের নোটিস দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও। বসিরহাটের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ভিডিয়ো ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।