খেলাধুলা জেলা

প্রতিভাবান ফুটবলারের খোঁজে বসিরহাট ভেটারেন্স প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 

বর্তমানে শিশু সমাজ মোবাইলে আসক্ত। খেলাধূলার দিকে তাদের একপ্রকার টান নেই বললেই চলে। তারই ব্যতিক্রম দেখা গেল উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট হাইস্কুল মাঠে। ভারতীয় ফুটবলে ফুটবলার তৈরীর সাপ্লাই লাইন হিসেবে পরিচিত বসিরহাট। এখান থেকে প্রচুর ফুটবলার একসময় উঠে আসত । কিন্তু ইদানিং সেই সংখ্যাটা অনেক কমেছে। তবে সেখানে সকাল থেকে শুরু করে বিকালের পড়ন্ত সূর্যের আলো গায়ে মেখে একদল কচিকাচা মেতে থাকে ফুটবলে। তাদের দুচোখ ভরা স্বপ্ন, বড়ো হয়ে ভারতের নামী ক্লাবে বা ভারতের জাতীয় দলে খেলে দেশ তথা জন্মভূমির নাম উজ্জ্বল করবে।

সেই স্বপ্ন সার্থক করার উদ্দেশ্যে তাদের পাশে দাঁড়িয়েছে বসিরহাট ভেটারেন্স প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংস্থা বিনামূল্যে একটি ফুটবল কোচিং ক‍্যাম্প চালায়। সেই ক‍্যাম্পে আসেন ভারতের প্রাক্তন স্বনামধন্য ফুটবল তারকা ও বসিরহাটের ভূমিপুত্র মিহির বসু, রবিন ঘোষরা। ফুটবলার যোগেশ মন্ডল বলেন, “বসিরহাটে ফুটবলের সঠিক পরিকাঠামো তৈরি করা দরকার। বিএসএসএকে আরও দায়িত্ব নিয়ে বিভিন্ন কোচিং ক‍্যাম্পগুলিকে সবরকম সাহায্য প্রদান করতে হবে। বহু ফুটবল প্রতিযোগীতা করতে হবে প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন‍্য।”

প্রাক্তন ফুটবলার ও কোচ অনুষ্টুপ সরকার বলেন, “খেলার সুবাদে অন‍্যান‍্য রাজ‍্যে গিয়ে দেখা যায়, সেখানকার স্থানীয় ফুটবলাররা ভারতের বিভিন্ন জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু বাংলায় তিন প্রধান ক্লাবে বাঙালি ফুটবলারের থেকে অবাঙালি ফুটবলারের সংখ্যা বেশি। তাই কোচিং ক‍্যাম্পগুলিকে এগিয়ে আসতে হবে নতুন প্রতিভা তুলে আনার।” ফুটবল জগতে এই মহৎ কাজ করার জন‍্য বসিরহাট ভেটারেন্সের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন সকলেই।