রাজ্য লিড নিউজ

বসিরহাটে এসপি অফিস ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি

মঙ্গলবার দুপুরে বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান চালায় বিজেপি। যার নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার। অন্যদিকে এদিনই বামেদেরও বিক্ষোভ কর্মসূচি ছিল। অপ্রীতিকর ঘটনা রুখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিন পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ঢুকে যান বিজেপি কর্মী এবং সমর্থকরা। পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র পরিস্থিতি নেয় এসপি অফিস। সুকান্ত মুজদারের অভিযোগ তৃণমূলের লোকেরা ছাদ থেকে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি করেছে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপির। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। পুলিশি অত্যাচারের প্রতিবাদে বসিরহাটের বোডঘাটে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির। এসপি অফিসের সামনে বসে পরেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রসঙ্গত , মঙ্গলবার সকাল থেকেই বসিরহাটের এসপি অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তার মধ্যেই রয়েছে বসিরহাট আদালত। সন্দেশখালিতে অশান্তি করার অভিযোগে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিংকে শনিবার গ্রেফতার করা হয়েছিল। সোমবার তাঁকে জামিন দেয় আদালত। যদিও আদালত থেকে বেরোনোর সময়ই তাঁকে ফের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকেও জামিন দেওয়া হলেও তাঁকেও ফের গ্রেফতার করেছে পুলিশ।