ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সবজি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ইছামতি ব্রিজে।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মহিউদ্দিন সরদার (৪৫)। বাড়ি সংগ্রামপুর গ্রাম এলাকায়। তার একটি সবজির দোকান রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার, সকাল বেলায় বসিরহাটে পুরাতন বাজার থেকে বিভিন্ন সবজি কিনে মটরবাইকে করে সংগ্রামপুর আসছিল। মাথায় কোন হেলমেট ছিল না। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে ওই ব্যক্তিকে।
গুরুতর জখম অবস্থায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই সবজি বিক্রেতার মাথায় কোন হেলমেট ছিল না, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে । সেফ ড্রাইভ, সেভ লাইফ এত ঘটা করে প্রচার, পথ নিরাপত্তা সপ্তাহ মানুষকে সচেতন করতে কখনো পথে দেখা গিয়েছে যমরাজকে, আবার কখনো হেলমেট বিতরণ, পুলিশের পক্ষ থেকে এত প্রচার সত্ত্বেও কেন মানুষের হুশ ফিরছে না কেন তার নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে।
সাতসকালে সবজি বিক্রেতার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বাজার আংশিক বন্ধ হয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটির খোঁজে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।