লিড নিউজ

দেশ জুড়ে পালিত বসন্ত পঞ্চমী

আজ বসন্ত পঞ্চমী। শীতে কাঁপতে কাঁপতে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে বাসন্তী শাড়ি পরার দিন । পাড়ার প্যান্ডেলে অথবা ইস্কুলের মাঠে হাত জড়ো করে মায়ের কাছে প্রার্থনা জানানোর দিন। হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবী আর হলুদ খিচুড়িতে সরস্বতীপুজো এসেছে শীতের শহরে।

বসন্ত পঞ্চমীকে কেন্দ্রে রয়েছেন দেবী সরস্বতী। বীণা আর পুস্তক হাতে যিনি আমাদের সকলের বিদ্যে বুদ্ধির দায়িত্ব সামলাচ্ছেন সেই কোন কাল থেকে। বলা হয়, হলুদ দেবী সরস্বতীর প্রিয় রঙ।তাই এই রঙ্গেই মেতে ওঠে আম বাঙালি। আজ বই খাতাদের ছুটি। সবচেয়ে কঠিন বিষয়ের বইটা সরস্বতীর পায়ের দিয়ে দুদিনের জন্য শান্তি। হারমোনিয়াম, তবলা, তানপুরা সব সরস্বতীর কাছে জমা রাখার দিন। তবে শুধু এ রাজ্যে নয় ভারতের বিভিন্ন অঞ্চলে বসন্ত পঞ্চমী পালিত হয় নানাভাবে। দেশের পূর্বাঞ্চল যেমন বিহার, ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে বসন্ত পঞ্চমী উৎসব সরস্বতী পুজোর মাধ্যমেই উদযাপিত হয়।

দেশের উত্তরাঞ্চলে একেবারে অন্যরকম চিত্র দেখতে পাওয়া যায়। ঘুড়ি ওড়ানো, নাচ, স্তোত্রপাঠ দিয়ে বসন্ত পঞ্চমী পালিত হয় এই সব অঞ্চলজ।এই সব জায়গায় বসন্ত পঞ্চমীর এক বৈশিষ্ট্য হলুদ এবং কমলা রঙের নানান সুস্বাদু খাবার তৈরি করা।

বিশ্বকর্মা পুজোয় যেমন ঘুড়ি ওড়ানো হয় পঞ্জাব এবং হরিয়ানার দিকের রাজ্যগুলিতে বসন্ত পঞ্চমীর দিনে ঘুড়ি ওড়ানোটাই রীতি। বিভিন্ন রঙ আর আকারের ঘুড়িতে ভরে ওঠে আকাশ। উত্তর প্রদেশ এবং রাজস্থানের দিকে কবিতা আবৃত্তি, স্তোত্রপাঠ এবং নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই বিশেষ দিনটি উদযাপিত হয়।