জেলা ব্রেকিং নিউজ

Basanti Highway: বাস থেকে পড়ে মৃত্যু

বাসন্তী হাইওয়েতে বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনায় আটক কন্ডাকটর। স্থানীয় সূত্রে জানা যায় হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের এরা ঝাঁঝাঁ গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত প্রামানিক কলকাতা তপসিয়ায় লেদার কমপ্লেক্স এ কাজ করেন। প্রতিদিনের মত বাসে করে বাড়ি ফিরছিল তিনি। তার গন্তব্য ছিল ঘুসিঘাটা।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, বাস ভাড়া সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়ে কন্ডাকটরের সাথে আর তখনই কোনো অসাবধান বশত পড়ে যান তিনি। এবং সেই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিনাখাঁ থানার পুলিশ। দেহ উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের ঘুসিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা।

ইতিমধ্যে মিনাখাঁ থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই মৃত্যুর ঘটনায় ঝাঁঝাঁ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে যদিও মৃতের পরিবার দাবি, মাত্র দু টাকা ভাড়া নিয়ে কন্ডাকটরের সঙ্গে ওই ব্যক্তির বাকবিতণ্ডা হয় ঠিক তখনই কন্ডাকটর ওই ব্যক্তিকে লাথি মেরে ফেলে দেয়। মৃতের বাড়ির লোকজন অভিযুক্ত কন্ডাকটরের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। যদিও লাথি মেরে ফেলে দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটিও খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ।