পরিবেশ ব্রেকিং নিউজ

ফের বাধা! উধাও শীতের আমেজ

সময় হয় নি কিন্তু রাজ্য জুড়ে একটু তাড়াতাড়ি চলে এসেছিল শীতের আমেজ। হঠাৎ আবার সেই শীতের ভাব কোথায় যেন হারিয়ে গেল। উত্তুরে হাওয়া থাকলেও ফের বাড়ল তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা দুইই বাড়ছে সমানে। আর সেই কারণেই কমছে শীতের অনুভূতি। আজ আকাশ পরিষ্কার থাকবে।

রবিবার থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগর এবং আরব সাগরে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। তাই পুবালি হাওয়ার দাপট বাড়বে। ফলে রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। এখন আপাতত আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে তাপমাত্রা। কারণ ঠান্ডায় বাধা দেবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। জাঁকিয়ে শীত উপভোগ করতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।