রাজনৈতিক সংঘর্ষে নতুন করে তেতে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। শুক্রবার রাতে দুই দুষ্কৃতীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে মোমিন পাড়া এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
দুই দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জেরে দফায় দফায় দু’দলের মধ্যে বোমাবাজি হয়। ঘটনায় এলাকার ৩ বাসিন্দা-সহ এক দুষ্কৃতী আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। চলছে পুলিশি টহলদারি।