মাঝরাতে ব্যারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ করে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মোটরবাইকে আসা দুষ্কৃতীরা পরপর বোমা ছুঁড়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে রাতেই এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন টিটাগড় থানার পুলিশকর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত না হলেও কারা, কী উদ্দেশ্যে বোমাবাজি করল, তা নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সুপ্রভাতবাবুর বাড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এন এন বাগচী রোড এলাকায়। রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে আসে। এরপর তাঁর বাড়ি লক্ষ করে পরপর বোমা ছুঁড়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ।
বোমাবাজির বিষয়ে সুপ্রভাতবাবু বলেন, ‘মাঝরাতে বাড়িতে বসে কাজ করছিলাম। তখনই বাইরে বিকট আওয়াজ পাই। বাইরে বেরিয়ে দেখি দরজা ধোঁয়ায় ভরে গিয়েছে। বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুঝতে পারি, একটি মোটরবাইকে তিন দুষ্কৃতী প্রথমে আমার বাড়ির চারপাশ ঘুরে দেখে। এরপর বাড়ির অদূরে মোটরবাইক রেখে দু’জন আমার বাড়ির সামনে এসে বাড়ি লক্ষ করে বোমাবাজি করে পালিয়ে যায়। আমার তো কোনও শত্রু নেই।’