আন্তর্জাতিক

রাহুলকে নিয়ে বই ওবামার

জাতীয় রাজনীতির অলিন্দে রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্বোধন করে বিজেপি নেতৃত্ব। এবার তা পৌঁছে গেল আন্তর্জাতিক স্তরে। কারণ ‘‌রাহুল গান্ধীর যোগ্যতা নেই, নেই তাঁর ধৈর্য’‌, নতুন বইতে এমনই লিখলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁর প্রকাশিত ‘‌এ প্রমিসড ল্যান্ড’‌ বইতে রাজনৈতিক স্মৃতিচারণ করেছেন। তিনি বইতে তুলে ধরেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বেশ কয়েকটি নেতার চরিত্রগত বৈশিষ্ট্য। যার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে রয়েছেন রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারাক ওবামা রাহুল গান্ধীর চরিত্রগত বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে লিখেছেন, ‘‌ছাত্রদের মতো তাঁর আচার–আচরণ। তাঁর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষকে মুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু ধৈর্য কম।’‌ এমনকী তিনি রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতাও কম বলে উল্লেখ করেন।
এই বইতে হোয়াইট হাউসে আটটা বছর কাটানোর অভিজ্ঞতা উল্লেখ করেছেন তিনি। বলা যেতে পারে, প্রেসিডেন্ট পদে থাকাকালীন নিজের আত্মজীবনী লিখেছেন বারাক ওবামা। সেখানে রাহুল প্রসঙ্গে তিনি স্পষ্ট করে লেখেন, ‘‌এক ছাত্রের মত আচরণ তাঁর। পড়াশোনায় ফাঁকি নেই তাঁর। শিক্ষকের মন জয় করার চেষ্টায় মগ্ন। কিন্তু ধৈর্য্যের অভাব রয়েছে। নেই সেই স্তরের যোগ্যতা। তাই লক্ষ্যেও পৌঁছতে পারেন না। রাহুল সহজে নার্ভাস হয়ে পড়েন বা ভয় পেয়ে যান।’‌ ২০১৭ সালে ভারত সফরে এসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয় ওবামার। তার পরই রাহুল সম্পর্কে এই ধারণার কথা লিখেছেন বারাক ওবামা। আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্পর্কেও ওবামা লিখেছেন, মনমোহনের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠা।