বাংলাদেশ

বরিশালে করোনা ৯০০ ছাড়াল!‌

বরিশালে এবার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়াল। শনিবার নতুন করে ৫৭ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৩৪ জন। নতুন শনাক্ত ৫৭ জন নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩২ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত এক সপ্তাহে এই বিভাগে শনাক্ত হয়েছে ৪২৯ রোগী। এখানের মোট আক্রান্ত ৯৩২ রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৫৬৬ জন। এর সিংহভাগই বরিশাল নগর এলাকার বাসিন্দা।
এখনও পর্যন্ত এখানে ১৮ জন কোভিড–১৯ রোগী মারা গিয়েছেন। তার মধ্যে বরিশালে ৫ জন, পটুয়াখালী জেলায় ৪ জন, পিরোজপুরে ৩ জন, বরগুনায় ২ জন, ঝালকাঠিতে ২ জন এবং ভোলায় ২ জন রোগী মারা গিয়েছেন। বরিশাল জেলায় এখনও পর্যন্ত ৫৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৮০ জন, পটুয়াখালীতে ৭৫ জন, ঝালকাঠিতে ৬৩ জন এবং ভোলায় ৬২ জন।
জানা গিয়েছে, এক সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে বরিশালে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে। তার মধ্যে বরিশাল নগর করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে। ঈদের সময় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরার কারণেও সংক্রমণ বাড়ছে।