স্ত্রী চাকরি পেয়েছে, স্বামীকে ছেড়ে চলে যেতে পারে এই আশঙ্কায় স্ত্রীর হাত কেটে নেন স্বামী। ভয়ঙ্কর এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। হাত কেটে নেওয়ার অপরাধে আগেই গ্রেফতার করা হয় স্বামী শরিফুলকে। এবার এই ঘটনায় তার দুই সঙ্গীকেও গ্রেফতার করল পুলিশ। সূত্রে খবর, রেণু খাতুনের হাত কাটার সময় তারা শরিফুলের সঙ্গী ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে আশরাফুল শেখ এবং হাবিব শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গত শনিবার রাতে যখন অভিযুক্ত শরিফুল রেণুর ডান হাতের কব্জি কেটে নেয় তখন আশরাফুল এবং হাবিব তাকে সাহায্য করেছিল। জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়, টাকা দিয়ে ‘ভাড়া’ করেছিল ওই দুই সঙ্গীকে। এরপরে আশরাফুল এবং হাবিবকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় প্রথমে শরিফুলের বাবা এবং মাকে গ্রেফতার করে পুলিশ। তারা আপাতত রয়েছেন জেল হেফাজতে। পরে শরিফুলকেও খুঁজে বের করে পুলিশ। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, ধৃতদের আলাদা আলাদা করে জেরা করা হয়েছে। এবার তাদের একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে।
আক্রান্ত রেনু খাতুনের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তার চিকিৎসার জন্য সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেণুর এই পরিণতির জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে যে কাজ রেণুর পক্ষে করা সম্ভব হবে, রাজ্যের পক্ষ থেকে সেই কাজেই নিযুক্ত করা হবে রেণুকে বলেন তিনি। পরবর্তীতে তার নকল হাতেরও ব্যবস্থা করার কথা জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আশ্বাস পেয়েই বেশ খুশি রেণু।
You must be logged in to post a comment.