মালদহের পর এবার বারাসত। সম্পূর্ণ লকডাউন হতে চলেছে বারাসতে। কারণ কলকাতার পরেই করোনা সংক্রমণের তীব্রতা উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি। সোমবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫,৯৯২ জন। মৃত্যু হয়েছে ১৭২ জনের। বারাসতের পরিস্থিতি একেবারেই ভাল নয়। এই কথা মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের পথে যাচ্ছে বারাসত। বুধবার সকাল থেকে আরও দুটি জায়গায় সম্পূর্ণ লকডাউন হচ্ছে। এক, অশোকনগর। দুই, হাবড়া। এই দুটি জায়গায় সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। অশোকনগরের ক্ষেত্রে অশোকনগর মিউনিসিপ্যালিটি এবং হাবড়ার ক্ষেত্রে হাবড়া চেম্বার অফ কমার্স এই লকডাউন ঘোষণা করেছে।
মঙ্গলবার এবং বুধবার দু’দিন সময় দেওয়া হচ্ছে বাজার–দোকান করে নেওয়ার জন্য। মঙ্গলবার বারাসত পুর এলাকায় করোনা সংক্রমণ নিয়ে প্রশাসনের উদ্যোগ একটি সর্বদল বৈঠক হয়। সেখানেই ঠিক হয়েছে বৃহস্পতিবার থেকে বারাসাত পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন করা হবে। এই নিয়ে পুলিশকে অত্যন্ত কড়াভাবে লকডাউন কার্যকর করতে বলা হয়েছে। সংক্রমণ এখানে দ্রুত ছড়াচ্ছে বলে খবর। এবার তা ঠেকাতেই ফের সম্পূর্ণ লকডাউনে যেতে হচ্ছে বারাসতকে।
পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে সকালের দিকে কিছু নিত্যপ্রয়োজনীয় দোকানপাট এবং পরিষেবা খোলা থাকবে সাময়িক। তারপর তা বন্ধ হয়ে যাবে। খোলা থাকবে আপৎকালীন পরিষেবা। তবে দোকান খোলা থাকলেও করোনা স্বাস্থ্যবিধি মেনেই বাইরে বের হতে হবে। দিনের অন্যান্য সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আপাতত সাতদিন দেখার পর লকডাউন নিয়ে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। যদি দেখা যায় সাতদিনে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না তাহলে আবার লকডাউন জারি করতে হবে।