বড়বাজারের কটনস্ট্রিটে আগুন। শনিবার দুপুর ১টা ৪০ নাগাদ এক বহুতলের পাঁচতলায় শাড়ির গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রে জানা গিয়েছে, বড়বাজারের একটি ছয়তলা বাড়ির পাঁচ তলায় রয়েছে কাপড়ের গুদামটি। এদিন সংশ্লিষ্ট গুদামঘরের একাংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়। যে এলাকায় আগুন লেগেছে, সেই জায়গাটি কিছুটা সংকীর্ণ। তাই স্বাভাবিকভাবেই দমকলকে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ওই এলাকায় আশেপাশেও প্রচুর দোকান ও গোডাউন থাকায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুঘণ্টা সময় কেটে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এখনও আগুন নেভানোর কাজ চলছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাপড় এবং অন্যান্য দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে সেই কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। আগুন লাগার কারণ খোঁজার চেষ্টা চলছে। তবে বার বার বড়বাজার এলাকায় আগুন লাগার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।