ব্রেকিং নিউজ রাজ্য

মোবাইল গেম খেলতে নিষেধ, অভিমানে আত্মঘাতী স্কুলপড়ুয়া

আবারও মোবাইলের বলি এক কিশোর স্কুলপড়ুয়া। মোবাইলে গেম খেলতে বারণ করায় অভিমানে আত্মঘাতী হল ওই স্কুল ছাত্র। মৃত স্কুল ছাত্র দুরন্ত দাস। বয়স ১৩ বছর।

ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার দেবনগর এলাকার। দুরন্ত দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। দুরন্তের বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। ঘটনার দিন দুরন্ত মায়ের মোবাইল নিয়ে গেম খেলছিল।

জানা গেছে, সোমবার কোচিং যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছিল বলে মা দুরন্তকে বকাবকি করেন। তার ঠিক পরেই দুরন্ত মোবাইল রেখে দিয়ে স্নান করতে চলে যায় বাথরুমে। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও ছেলেকে না বেরোতে দেখে মা ডাকতে থাকেন। এরপরও কোন সাড়াশব্দ না পাওয়ায় মায়ের চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে দুরন্তকে দরজা ভেঙে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে। অতঃপর তাকে উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুরন্তকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার তদন্ত করছে নামখানা থানার পুলিশ।